Site icon Jamuna Television

বাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

রাজশাহীর কাটাখালীতে বাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। রাজশাহী-ঢাকা মহাসড়কের কাটাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা নাটোরের বাগাতি পাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে চেপে রাজশাহী শহর থেকে নাটোরের দিকে যাচ্ছিল দুই যুবক । এ সময় পবা উপজেলার কাটাখালি এলাকায় পৌঁছলে একই দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ওভারটেক করে যেতে চায়। এ সময় ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলে পাপলু নামের এক আরোহী নিহত হন। অপর জনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসক জানায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আব্দুল হাদি নামের দ্বিতীয় মোটরসাইকেল আরোহীও মারা যান।

Exit mobile version