Site icon Jamuna Television

দয়াগঞ্জে শিশুমৃত্যুর ঘটনায় ছিনতাইকারী রাজীব আটক

রাজধানীর দয়াগঞ্জে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু নিহতের ঘটনায় মূল আসামি ছিনতাইকারী রাজীবকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রাতে দয়াগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ছিনতাইয়ের সময় শিশু আরাফাত ছিটকে পড়ে নিহত হওয়ার কথা স্বীকার করেছে রাজীব। গত ১৮ ডিসেম্বর ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় ছিনতাইয়ের কবলে পড়ে শরীয়তপুর সদরের শাহ আলম-আকলিমা দম্পতি। এসময় ছিটকে পড়ে মায়ের কোলে থাকা শিশু আরাফাতের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদি হয়ে যাত্রীবাড়ী থানায় একটি মামলা করেন।

Exit mobile version