Site icon Jamuna Television

আজহারের ছেলে আসাদ বিয়ে করলেন সানিয়ার মির্জার বোনকে

ভারতীয় সাবেক ক্রিকেটার আজহারউদ্দিনের ছেলে আসাদউদ্দিনের সঙ্গে বুধবার বিয়ে হয়ে গেল ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বোন আনম মির্জার।

বিয়েতে লেহেঙ্গা পরেছিলেন আনম। গলায় ভারী গয়না, হাত ভর্তি চুড়ি…রাজকীয় পোশাকে তিনি যেন অপরূপা।

স্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে আসাদ পরেছিলেন ঘিয়ে রঙের কুর্তা। তাতে আবার হাল্কা বেগুনি রঙের কাজ। মাথায় পাগড়ি। আসাদও কিন্তু কোনও অংশে কম যাননি। খবর আনন্দবাজার পত্রিকার।

বোনের বিয়েতে সানিয়াও বর-কনের সঙ্গে তাল মিলিয়ে সাজলেন। হাজার হোক, বোনের বিয়ে বলে কথা! পরেছিলেন ময়ুর-রঙা লেহেঙ্গা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই সানিয়ায় ড্রেসিং সেন্সের তারিফে উচ্ছ্বসিত নেটিজেনেরা।

বেশ কিছু দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল আনম-আসাদের প্রেমের কথা। কিন্তু কিছুতেই স্বীকার করছিলেন না তারা।

এই বছরই সেপ্টেম্বরে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আনম। ছবিতে পিছনে এক জায়গায় লেখা ছিল ‘ব্রাইড টু বি’।

সে সময় গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, আসাদের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন সানিয়ার বোন। অবশেষে শেষ হল প্রতীক্ষা। এক হল চার হাত।

আসাদের প্রথম বিয়ে হলেও আনমের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৬ সালের ১৮ নভেম্বর হায়দরাবাদের ফলকনামা প্রাসাদে আকবর রশিদকে বিয়ে করেছিলেন আনম।

কিন্তু তাদের সেই বিয়ে খুব বেশি দিন টেকেনি। বছর দুই পরেই বিচ্ছেদ হয়ে যায়।

Exit mobile version