Site icon Jamuna Television

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার সামরিক ঘাঁটিতে থেকে বৃহস্পতিবার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

রাশিয়ার সাথে ক্ষেপণাস্ত্র বিরোধী চুক্তি বাতিলের পর, এ নিয়ে তৃতীয় দফায় পরীক্ষা চালালো দেশটি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রায় ৫০০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ২০১০ সালে রাশিয়ার সাথে ক্ষেপণাস্ত্রবিরোধী ওই চুক্তি করে যুক্তরাষ্ট্র। ২০২১ সাল পর্যন্ত চুক্তিটি কার্যকর থাকলেও তা থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র। এরপরই একের পর পরীক্ষা চালানো শুরু করে দেশটি।

Exit mobile version