Site icon Jamuna Television

নাগরিকত্ব সংশোধনী বিল পাস, ভারতের অভ্যন্তরীণ বিষয়: ওবায়দুল কাদের

নাগরিকত্ব সংশোধনী বিল পাস, ভারতের অভ্যন্তরীণ বিষয়; এতে বাংলাদেশের মন্তব্য করার কিছু নেই। এ কথা বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রবাসী আওয়ামী লীগের সম্মেলনে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারই দেশের ইতিহাসের সব থেকে সংখ্যালঘু বান্ধব সরকার।

পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বয়কট করেনি উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, রাষ্ট্রীয় ব্যস্ততার কারণেই তারা সফর বাতিল করেছেন।

এছাড়া আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন সামনে রেখে ২৯টি জেলায় কাউন্সিল সম্পন্ন হয়েছে বলেও জানান, ওবায়দুল কাদের।

Exit mobile version