Site icon Jamuna Television

গাজীপুরে ফ্যান কারখানায় আগুন, নিহত অন্তত ১০

গাজীপুরের একটি ফ্যান কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছেন ১০ শ্রমিক। দগ্ধ হয়েছেন ২ জন। সন্ধ্যায় দিকে হারিনাল এলাকায় লাক্সারি ফ্যান কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কারখানার তৃতীয় তলায় হঠাৎ আগুন দেখতে পান তারা।দ্রুত সেখানে আসে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণেও আনে তারা। এরপর কারখানার ভেতর তল্লাশি করে পাওয়া যায় ১০ শ্রমিকের মরদেহ। দগ্ধ ২ জনকে শহীদ তাজউদ্দিন মেডিকেলে ভর্তি করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ সুপার জানান, বের হওয়ার পথ না থাকায় কারখানার ভেতর আটকা পড়েন শ্রমিকরা। এতেই বাড়ে হতাহতের সংখ্যা। এদিকে, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে পাঁচ সদস্যে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

Exit mobile version