Site icon Jamuna Television

২৮ তম বিসিএস ফোরামের সভাপতি রাজিব, সম্পাদক আহসান

২৮ তম বিসিএস ফোরামের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে রাজিব দাস ও মো: আহসান হাবিব। আজ রবিবার ফোরামের সবার সম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

সভাপতি রাজিব দাস বাংলাদেশ সচিবালয় নিরাপওা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। সাধারণ সম্পাদক মো আহসান হাবীব, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, নড়াইলে দায়িত্ব পালন করছেন।

ফোরাম প্রতিষ্ঠিত হওয়ার পর এটি ২য় নির্বাচিত কমিটি। এরআগে ২০১৭ সালে ২৮ তম বিসিএস ফোরামের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন যথাক্রমে মোঃ কামরুল ইসলাম ও সৈয়দ ইফতেহার আলী।

Exit mobile version