Site icon Jamuna Television

ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটে আগুন

রাজধানীর কাঁটাবনে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। মার্কেটের স্পন্দন এ্যাওয়ার্ড নামক দোকানে এই আগুন লাগার ঘটনা ঘটে।

রোববার (১৫ ডিসেম্বর) রাত আটটায় আগুন লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আগুনে বেশ কয়েকটি দোকানে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

পলাশী শাখার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন কীভাবে লেগেছে তা এখনই বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে লেজার মেশিন থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version