Site icon Jamuna Television

২৬ মার্চ প্রথম প্রহরে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে যেসব পুলিশ সদস্য শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সকালে রাজারবাগ পুলিশ লাইনে ‘পুলিশ স্মৃতি সৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এরপর একে একে শ্রদ্ধা জানান পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। এছাড়া র‌্যাব মহাপরিচালক, পুলিশের অতিরিক্ত কমিশনারগন ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও শ্রদ্ধা জানান।

Exit mobile version