Site icon Jamuna Television

বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই রাজাকারের তালিকা প্রকাশ : ফখরুল

বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই সরকার রাজাকারের তালিকা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপরে বিজয় দিবস উপলক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো পর তিনি এমন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, একদলীয় শাসন প্রতিষ্ঠা করে সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙ্গে ফেলেছে।

তিনি আরও বলেন, জনগণকে সাথে নিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। এছাড়াও অবিলম্বে মুক্তিযোদ্ধাদের দিয়ে সুষ্ঠু এবং প্রকৃত রাজাকারের তালিকা প্রকাশের আহবানও জানান ফখরুল ইসলাম আলমগীর।

Exit mobile version