Site icon Jamuna Television

যা কিছু অর্জন তা ছাত্র নেতৃত্বের কারণেই: স্বরাষ্ট্রমন্ত্রী

‘গৌরবময় বিজয়ের ৪৮ বছর’ উদযাপন করলো ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু। সন্ধ্যায় ঢাবি’র মুহসিন হল মাঠে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। এ সময় তিনি বলেন, যা কিছু অর্জন তা ছাত্র নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে, সব আন্দোলনের মূল কান্ডারি ছিলো ছাত্ররা। এ দেশের অগ্রগতিতেও কেউ রুখতে পারবে না বলে জানান মন্ত্রী।

পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী বলেন, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে কাজ চলছে। জনগণের সাথে মিলেই জন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধান করা হবে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ পুলিশের ৩১ জন শহীদ বুদ্ধিজীবী ও শহীদ পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। এরপরই এই আয়োজনে গান পরিবেশন করে দেশের নাম করা শিল্পীরা।

Exit mobile version