Site icon Jamuna Television

নাগরিকত্ব সংশোধনী আইন: ভারতের ৩৬ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধীতায় ফুঁসছে গোটা ভারত। দেশটির কমপক্ষে ৩৬টি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়েছে অসন্তোষ। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতের পাশাপাশি রাতভর চলছে বিক্ষোভ-প্রতিবাদ।

দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সবচেয়ে তোপের মুখে পড়ে। পুলিশের সাথে সহিংসতার পর হোস্টেল খালি করার নির্দেশ দেয়া হয়েছে শিক্ষার্থীদের; একইসাথে বন্ধ ঘোষিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আজ, শিক্ষার্থীদের ওপর পুলিশী অভিযানের রিট আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে।

এদিকে, নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে আইইটি বোম্বে, আইইটি মাদ্রাজ, জাদবপুর থেকে শুরু করে বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়। বাংলা এবং দক্ষিণ ভারতের ছোট-বড় অনেক শিক্ষা প্রতিষ্ঠান শামিল হয়েছে এই আন্দোলনে। রাজপথে নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর কংগ্রেসের শীর্ষ নেতারাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিক টুইটবার্তা পোস্ট করছেন খোদ প্রধানমন্ত্রী। শান্তি-ঐক্য-ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান নরেন্দ্র মোদির।

Exit mobile version