Site icon Jamuna Television

উত্তরে শীতের তীব্রতা, ছিন্নমূল মানুষের দুর্ভোগ

উত্তরে বেশ ভালোভাবেই জেঁকে বসেছে শীত। তীব্রতা বাড়ার সাথে বাড়ছে ছিন্নমূল মানুষের দুর্ভোগ। এরইমধ্যে তাপমাত্রা কয়েকবার ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।

সকাল থেকে ভারি কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা যাচ্ছে। বেলা বাড়ার সাথে খানিকটা বাড়লেও আবার বিকেল গড়াতেই তাপমাত্রা কমে যাচ্ছে।

শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া লোকজন; যাদের জীবিকার প্রয়োজনে প্রতিদিন ভোরেই বের হতে হচ্ছে।

এদিকে, উত্তরাঞ্চলের জেলাগুলোর হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে শিশুরা এ সময়ের সবচেয়ে বড় ভুক্তভোগী।

Exit mobile version