Site icon Jamuna Television

রাজাকারদের তালিকা যাচাই করে পুনর্মূল্যায়ন করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

রাজাকারদের তালিকা এখন যাচাই করে পুনর্মূল্যায়ন করা হবে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী জানান, মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় থাকা দুঃখজন। পরবর্তী ধাপের তালিকা প্রণয়নে এসব বিচ্যুতির কথা মাথায় রাখা হবে বলেও জানান তিনি। তবে এই ঘটনায় মন্ত্রণালয় ব্যথিত হয়েছে, এরপরও কেউ চাইলে আদালতে যেতে পারেন।

এসময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে বক্তব্য রেকর্ড করে তা সংরক্ষণ করা হবে বলেও জানান মন্ত্রী।

Exit mobile version