Site icon Jamuna Television

অনেক দেশের মতোই উত্তর কোরিয়াকেও নজরদারিতে রাখা হয়েছে: ট্রাম্প

উত্তর কোরিয়ার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। সোমবার ওয়াশিংটন কর্মকর্তাদের সাথে বৈঠকে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি উত্তর কোরিয়া বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় উদ্বেগ জানান তিনি। পরমাণু আলোচনায় উত্তর কোরিয়ার বেঁধে দেয়া সময়সীমা শেষ হয়ে এলেও যুক্তরাষ্ট্র কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পিয়ংইয়ংয়ের। সমাধানের পথ খুঁজতে রোববার দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন উত্তর কোরিয়ায় বিশেষ মার্কিন প্রতিনিধি স্টিফেন বিয়েগান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা বিষয়টি দেখছি। আলোচনা চলাকালীন উত্তর কোরিয়া নেতিবাচক কিছু করলে তা দুঃখজনক হবে। তেমন কিছু হলে আমরাও উপযুক্ত ব্যবস্থা নেবো। আরও অনেক দেশের মতোই উত্তর কোরিয়াকেও নজরদারিতে রাখা হয়েছে।

Exit mobile version