Site icon Jamuna Television

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম, দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় বিভিন্ন স্থানে আজও প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগীরা। বাসদনেত্রী ডা. মণিষার বাবা গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা তপন কুমার চক্রবর্তী ও দাদি উষা রানী চক্রবর্তীকে রাজাকারের তালিকায় অন্তর্ভুক্তের প্রতিবাদ হয়েছে বরিশালে।

সকালে নগরীর বাসদ কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন হয়। এসময় তপন কুমার চক্রবর্তীর মেয়ে ডাক্তার মনীষা চক্রবর্তী অভিযোগ করেন, যাচাই বাছাই ছাড়াই তার বাবা ও দাদির নাম রাজাকারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে দিয়ে অপমান করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এই বিতর্কিত তালিকা প্রণয়নে জড়িতদের শাস্তির দাবি জানান মনীষা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

এদিকে রাজাকারের তালিকায় নাম আসায় ক্ষোভ জানিয়েছেন ট্রাইব্যুনালের কৌঁসুলি গোলাম আরিফ টিপু।

Exit mobile version