Site icon Jamuna Television

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নামের প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ

রাজাকারের তালিকায় বরগুনার পাথরঘাটা উপজেলা মুক্তিযুদ্ধের সংগঠক মজিবুল হকের নাম আসার প্রতিবাদে সংবাদ সম্মেলন করছেন তার সহযোদ্ধারা।

পাথরঘাটা প্রেসক্লাবে সকালে থেকেই জড়ো হন মুক্তিযোদ্ধারা। পরে সংবাদ সম্মেলনে বক্তারা দ্রুত তালিকা থেকে মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের সভাপতি মজিবুল হকের নাম বাদ দেয়ার দাবি জানান। তালিকা সংশোধন না হলে বৃহ্ত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা। পরে রাজাকারের তালিকা সংশোধনের দাবিতে উপজেলা প্রশাসনের কাছ স্মারকলিপি দেন তারা।

Exit mobile version