Site icon Jamuna Television

মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি রাজাকারের ভুল তালিকা তৈরির সাথে জড়িত: গোলাম আরিফ টিপু

রাজাকারের তালিকায় নাম আসায় ক্ষোভ জানিয়েছেন আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটার গোলাম আরিফ টিপু। তিনি বলেন, এভাবে তালিকায় মুক্তিযোদ্ধা ও সংগঠকদের নাম আসা খুবই দু:খজনক বলেও জানান তিনি।

দুপুরে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত ব্রিফিং এই কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা এই ভুল তালিকা তৈরির সাথে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান গোলাম আরিফ টিপু।

এসময় তার পক্ষে প্রসিকিউটর সুলতান মাহমুদ বলেন, এই তালিকা ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই এই বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা করছি বলে জানান তিনি।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই তালিকা প্রকাশের সাথে কারা কারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করতে হবে।

আরেক প্রসিকিউটর জিয়াদ আল মালুম বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি মন্ত্রণালয় গুলোতে চেপে বসেছে।

Exit mobile version