Site icon Jamuna Television

প্রাইভেটকার-ট্রাকের সংঘর্ষে নিহত ২

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রুপগঞ্জে প্রাইভেটকারের সাথে ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে বারোটায় উপজেলার গোলাকান্দাইল সাওঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাচঁপুর হাইওয়ে পুলিশের (ওসি) মোজাফ্ফর হোসেন।

ওসি জানান, মঙ্গলবার বেলা পৌনে বারোটার দিকে মহাসড়কের গোলাকান্দাইল সাওঘাট এলাকায় ট্রাক থামিয়ে হেলপার চাকা চেক করছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার দ্রুত গতিতে এসে ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রিফাত (২০) ও প্রাইভেটকারের চালক রিপন (৩০) নিহত হয় ।

নিহত রিপনের বাড়ি কিশোরগঞ্জের ভৈবর উপজেলায় । অপর নিহত রিফাতের বাড়ি নরসিংদির কান্দাইল এলাকায়।

ওসি মোজাফ্ফর হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version