Site icon Jamuna Television

বড়দিন ও ইংরেজী নববর্ষ নিয়ে নির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি নেই: কাউন্টার টেররিজম ইউনিট

বড়দিন ও ইংরেজী নববর্ষ নিয়ে নির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

সকালে অপরাধ বিষয়ক প্রতিবেদকদের সংগঠন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্র্যাব’র নতুন কার্যালয়, আকতারুজ্জামান লাভলু মেমোরিয়াল হলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান।

তিনি বলেন, জঙ্গিবাদ আদর্শিক সমস্যা, তাই এটি নির্মূল হয়ে যাবে না। তাদের সক্রিয় হওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে ক্র্যাব আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version