Site icon Jamuna Television

নোয়াখালীতে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নোয়াখালী প্রতিনধিঃ
নোয়াখালী জেলা পুলিশ এর আয়োজনে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন এর সভাপতিত্বে পুলিশ লাইন্স এর শহীদ কনস্টেবল ময়নুল হক হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে নোয়াখালীর সন্তান হিসেবে দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্য হিসেবে অবদান রাখা ৮৬ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তন্ময় দাস, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম প্রমুখ।

Exit mobile version