Site icon Jamuna Television

নওগাঁয় উচ্চাঙ্গ সংঙ্গীতের দ্বিতীয় আসর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ.
নওগাঁয় হয়ে গেল উচ্চাঙ্গ সংঙ্গীতের দ্বিতীয় আসর। প্রয়াত সুরসাধক শহিদ মানিক কিশোর ন্যানাসী ও ভবেশ চ্যাটার্জির পূন্যস্মৃতির উদ্দেশ্যে এই আসরের আয়োজন করা হয়।
স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ প্যারীমোহন লাইব্রেরি চত্বরে গতকাল সন্ধ্যায় এর আয়োজন করে।

আসরে সুর, তাল ছন্দ পরিবেশনে দেশের বরেন্য শাস্ত্রীয় সংঙ্গীত সাধকরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, সংগঠনের উপদেষ্টা কবি আতাউল হক সিদ্দিকী, অধ্যাপক নূরুল হক, সাধারণ সম্পাদক এমএম রাসেল, সাংস্কৃতিক সম্পাদক রনজিত পাল, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু দেবনাথ প্রমূখ।

Exit mobile version