Site icon Jamuna Television

বিডিআর বিদ্রোহীদের বিচার করে বাহিনীকে কলঙ্কমুক্ত করা হয়েছে: প্রধানমন্ত্রী

বিডিআর বিদ্রোহের সঙ্গে সম্পৃক্ত বিডিআর সদস্যদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে এই বাহিনীকে কলঙ্কমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিজিবি দিবসের অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশকে বিশ্বমানের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য ‘বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন ২০৪১’ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, পাবর্ত্য চট্টগ্রামে সীমান্তের কাজ শেষ হলে বাকী অরক্ষিত সীমান্তও নজরদারীর আওতায় আনা হবে। জানুয়ারি মাসে অত্যাধুনিক ২টি হেলিকপ্টার বিজিবিতে নিযুক্ত হবে বলেও জানান তিনি। বিজিবি তার ঐতিহ্যকে বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাবে এবং বিশ্বে শ্রেষ্ঠতম সীমান্তরক্ষী বাহিনীর মর্যাদা লাভ করবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version