Site icon Jamuna Television

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় বিভিন্ন স্থানে বিক্ষোভ

মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় আসার প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন-বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন মুক্তিযোদ্ধারা।

সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া শহীদ মিনার চত্বরে জড়ো হন দুই শতাধিক মুক্তিযোদ্ধা। পরে মানববন্ধনে বক্তারা সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধার কমান্ডার এবং পলাশ ডাঙ্গা যুব শিবিরে প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ মির্জার নাম রাজাকারের তালিকায় আসায় ক্ষোভ প্রকাশ করেন।

তারা দাবি জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের পদত্যাগের। পরে বিক্ষোভ করেন মুক্তিযোদ্ধরা। স্লোগান দিয়ে তালিকা সংশোধনের দাবি জানান। বলেন, দ্রুত এই দাবি পূরণ না হলে আগামীতে মহাসড়ক অবরোধের মত কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবেন তারা।

বগুড়ার সান্তাহারে অবস্থান কর্মসূচি পালন করছেন মুক্তিযোদ্ধারা। সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ চত্বরে জড়ো হন তারা। মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধের সংগঠক কসিম উদ্দিন আহমেদসহ কয়েকজন মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় এসেছে। এই তালিকা সংশোধন না হওয়া পর্যন্ত অবস্থা কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

Exit mobile version