Site icon Jamuna Television

কোহলির জায়গায় পৌঁছতে চান বাবর

ভারতের ব্যাটিং মায়েস্ত্রো বিরাট কোহলিকে আদর্শ মানেন। অতীতে অসংখ্যবার এ কথা বলেছেন পাকিস্তানের ব্যাটিং জিনিয়াস বাবর আজম। এবার বললেন, কোহলির জায়গায় পৌঁছতে চান তিনি।

এক সাক্ষাৎকারে বাবর বলেন, কোহলি ইতিমধ্যে বহু রেকর্ডের অধিকারী। ভারতে সে কিংবদন্তি। এ মুহূর্তে তার সঙ্গে আমার তুলনা করার কোনো জায়গায় নেই। তবে একদিন আমি ওই স্থানে পৌঁছতে চাই, যেখানে এখন ও রয়েছে।

২৪ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান বলেন,সংবাদমাধ্যম, ক্রিকেট বিশ্লেষকসহ অনেকে কোহলির সঙ্গে আমার তুলনা করেন। তবে আমার মনে হয়, লাল বলের ক্রিকেটে বিশ্বসেরাদের কাতারে আসতে হলে আমাকে এখনো অনেক রান করতে হবে। মূলত এ কারণেই গেল কয়েক মাসে আমি টেস্টে রান করার উপর বেশি জোর দিয়েছি।

Exit mobile version