Site icon Jamuna Television

শুভ বড়দিনে শরণার্থীদের জন্য পোপের প্রার্থণা

ক্রিসমাসের সন্ধ্যায় শরণার্থীদের জন্য প্রার্থণা করলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

ভ্যাটিকানের সেইন্ট পিটার্স ব্যাসিলিকা’য় বড়দিনের মূল আয়োজনে সমবেত হন ১০ হাজারের বেশি খ্রিস্ট ধর্মাবলম্বী। প্রার্থণায় পোপ বলেন, যেসব হতভাগ্য মানুষ জোরপূর্বক দেশ ও ঘরছাড়া হচ্ছেন; তাদের উপেক্ষা করতে পারে না বিশ্ব নেতৃত্ব। এসময়, শরণার্থীদের তিনি মেরি ও যোসেফের সাথে তুলনা করেন। শাসকের অত্যাচারে নাজারেথ থেকে বেথলেহেমে পালিয়ে এসে তারাও শরণার্থী হয়েছিলেন। এসময়, মানব পাচারকারীদের কর্মকাণ্ডের নিন্দা জানান তিনি। বিশ্বের ১২০ কোটি রোমান ক্যাথলিক আজ উদযাপন করছেন ক্রিসমাস। দিনটি উপলক্ষে দেশে-দেশে চলছে নানা আয়োজন।

Exit mobile version