Site icon Jamuna Television

‘ভুল সংশোধন করে রাজাকারের তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর’

ওবায়দুল কাদের -ফাইল ছবি

ভুল সংশোধন করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে রাজাকারের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথসভায় তিনি একথা বলেন।

মন্ত্রী জানান, এবারের সম্মেলন হবে স্মরণকালের সর্ববৃহৎ। সম্মেলনকে কেন্দ্র করে দলের মধ্যে কাঁদা ছোঁড়াছুড়ি বন্ধের নির্দেশ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কেন্দ্রীয় নেতাদের শুভকামনা জানিয়ে যেসকল বিলবোর্ড টানানো হয়েছে তা আজকের মধ্যে নামিয়ে ফেলতে হবে।

Exit mobile version