Site icon Jamuna Television

রাজনীতিতে এক ধরনের শূন্যতা চলছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ফাইল ছবি

রাজনীতিতে এক ধরনের শূন্যতা চলছে। এটি পূরণে সবচেয়ে সম্ভাবনাময় দল জাতীয় পার্টি। এ কারণে অনেকেই জাতীয় পার্টিতে যোগদানের জন্য যোগাযোগ করছে। তাদের যোগদানে দল আরো শক্তিশাল হবে। আগামীতে দেশ পরিচালনায় জনগণের সমর্থনে দায়িত্ব নেবে। দুপুরে ফেনী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদানে অনুষ্ঠানে এসব কথা বলেন চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেন, দেশের দায়িত্ব নেয়ার মতো সক্ষমতা আছে জাতীয় পার্টির। তবে একতাবদ্ধ এবং শৃঙ্খলা থাকা সবচেয়ে জরুরী।

জিএম কাদের বলেন, সংখ্যায় বড় হলেই শক্তিশালী দল হয় না, শক্তিশালী হতে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে। যারা পার্টিতে যোগদান করেছেন, তাদেরকে দেলের সম্মানজনক পদ দেয়া হবে।

Exit mobile version