Site icon Jamuna Television

হৃত্বিককে দেখে দীপিকার ‘পড়ে না চোখের পলক’ (ভিডিও)

খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন চকোলেট কেক খাইয়ে দিচ্ছেন আরেক সুপারস্টার দীপিকা পাড়ুকোনকে। কেক খেতে গিয়ে যেন দীপিকা সম্মোহিত হয়ে গেলেন। হৃত্বিকের ওপর থেকে চোখই সরাতে পারছিলেন না তিনি। আর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্প্রতি সেলিব্রিটি ম্যানেজার রেহিনি আইয়ারের জন্মদিন উপলক্ষে এক জায়গায় জড়ো হন একাধিক অভিনেতা। সেখানে কার্তিক আরিয়ান, অনন্যা পান্ডেদের সঙ্গে দেখা যায় হৃত্বিক রোশন এবং দীপিকা পাডুকনকেও। সেখানেই হৃত্বিককে তার প্রিয় অভিনেতা দাবি করেন দীপিকা। এবং তার কাছ থেকে কেক খেতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যান। হৃত্বিক এবং দীপিকার সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

দু’জনের এই রসায়ন দেখে অনেকেই তাদের একসাথে চলচ্চিত্রে অভিনয়ের আহ্বান জানিয়েছেন। তবে ভক্তদের জন্য সুখবর। ‘মহাভারত’ চলচ্চিত্রে নাকি একসঙ্গে দেখা যাবে হৃত্বিক রোশন এবং দীপিকা পাডুকনকে। সেখানে দ্রৌপদীর ভূমিকায় থাকতে পারেন দীপিকা। অন্যদিকে, কৃষ্ণের ভূমিকায় নাকি দেখা যাবে হৃত্বিক রোশনকে।

Exit mobile version