Site icon Jamuna Television

টাটা গ্রুপের চেয়ারম্যান হলেন মিস্ত্রি

ভারতের টাটা গ্রুপের নির্বাহী চেয়ারম্যান পদে সাইরাস মিস্ত্রিকে পুনর্বহাল করেছে দেশটির ‘ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইব্যুনাল’ বা এনসিএলএটি। সেই সাথে নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করা নটরাজন চন্দ্রশেখরনের নিয়োগকে বেআইনি ঘোষণা করেছে সংস্থাটি। সূত্র: পিটিআই।

২০১২ সালে রতন টাটার স্থলাভিষিক্ত হন সাইরাস। ২০১৬ সালের অক্টোবরে ‘বোর্ড অফ দ্য গ্রুপ’ থেকে বেরিয়ে যেতে হয় সাইরাসকে। তিনি এটিকে চ্যালেঞ্জ করে আবেদন করেন আদালতে।

সাইরাস মিস্ত্রির দাবি ছিল, তার অপসারণ বোর্ডের অব্যবস্থার জন্য হয়েছে। সাইরাসের অভিযোগ ছিল ম্যানেজমেন্টের অব্যবস্থাপনা ও সংখ্যালঘু অংশীদারদের চাপের কারণেই তাকে অপসারিত হতে হয়েছিল।

Exit mobile version