Site icon Jamuna Television

তেজগাঁওয়ে রেল লাইনের স্লিপার ভেঙে গেছে, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ

রাজধানীর তেজগাঁও এলাকায় এফডিসি গেটসংলগ্ন রেললাইন ভেঙে গেছে। এতে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে রেললাইনের স্লিপার ভেঙে পড়ে বলে জানা গেছে।

এদিকে স্লিপার ভেঙে যাওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছানোর আগে তেজগাঁও স্টেশনে আসার পর ট্রেনটি থেমে যায়।

দীর্ঘ সময় অপেক্ষার পর যাত্রীরা জানতে পারেন, এফডিসি গেটে লাইনের স্লিপার ভেঙে গেছে। তাই লাইন মেরামতের আগে ট্রেনটি আর যাবে না।

দীর্ঘ সময় অপেক্ষার স্লিপার মেরামত না হওয়ায় অনেক যাত্রী তেজগাঁও স্টেশনে নেমে যেতে বাধ্য হন।

ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) এসআই মির্জা গণমাধ্যমকে বলেন, এফডিসি গেটে রেললাইনের স্লিপার ভেঙে যাওয়ার বিষয়টি শুনেছি। এতে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস তেজগাঁও স্টেশনে আটকা পড়েছে।

Exit mobile version