Site icon Jamuna Television

রাজধানীতে আনসারুল্লাহর ৪ সদস্য আটক

রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্যকে আটক করেছে র‍্যাব। গতকাল শাহ আলী থানার রাইনখোলা এলাকা তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মেহেদী হাসান শাকিল, আব্দুল্লাহ আল মামুন, নাজমুল হাসান এবং ঢাকা অঞ্চলের একাংশের আমির আদনান চৌধুরী। আটককৃতরা সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে র‍্যাব। এছাড়া নতুন সদস্য নিয়োগের কাজেও নিয়োজিত ছিল আটক হওয়া জঙ্গী সদস্যরা।

Exit mobile version