Site icon Jamuna Television

দল শক্তিশালী না হলে সরকার শক্তিশালী হবে না: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের -ফাইল ছবি

গত নির্বাচনে জাতির কাছে আওয়ামী লীগের যে প্রতিশ্রুতি ছিলো তা পূরন করাই হবে সম্মেলনের অন্যতম উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, দল শক্তিশালী না হলে সরকার শক্তিশালী হবে না। এসময় তিনি বলেন, বিদায়ী কমিটির সফলতার পাশাপাশি ব্যর্থতাও আছে তবে এটি মূল্যায়ন করবে কর্মী এবং দেশের জনগন। এর আগে সম্মেলন প্রস্তুতি পরিদর্শনে প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, দলে সহ-সম্পাদক পদ আর থাকছে না। উপদেষ্টামণ্ডলীর সংখ্যা ৪১ থেকে বাড়িয়ে ৫১ করা হবে বলেও জানান ড. রাজ্জাক।

Exit mobile version