Site icon Jamuna Television

রাজাকারের তালিকা তৈরিতে ৬০ কোটি তো নয়ই; ৬০ পয়সাও খরচ হয়নি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

রাজাকারের তালিকা তৈরিতে ৬০ কোটি তো নয়ই; ৬০ পয়সাও খরচ হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পুনরায় যাচাই-বাছাই করে সময় নিয়ে রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। সকালে যমুনা টেলিভিশনকে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, আমি শুনেছি কেউ কেউ বলেছে তালিকা তৈরিতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে, ৬০ পয়সাও খরচ হয়নি, আমি যদি প্রমাণ পাই যারা এই কথা বলেছে, হয় তারা নিঃশর্ত ক্ষমা চাইবে নয় তাদের বিরুদ্ধে মানহানি মামলা করবো।

পদ্যতাগের বিষয়ে মন্ত্রী বলেন, কেউ পদত্যাগ চাইতেই পারে। আর সেটা আমার সরকার বিবেচনা করবে। পদত্যাগ করা উচিত কিনা সেটা আপনারা সময়মতো জানবেন।

এদিকে সদ্য প্রকাশিত রাজাকারের তালিকা স্থগিত করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। যাচাই-বাছাই করে ২৬ মার্চ নতুন তালিকা দেওয়া হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Exit mobile version