Site icon Jamuna Television

আরও দুইদিন থাকবে শৈত্য প্রবাহ

হঠাৎ করেই রাজধানীসহ সারাদেশে বেড়েছে শীতের প্রভাব। ঠাণ্ডা বাতাসের সাথে কুয়াশায় কনকনে শীতে কাঁপছে নগরবাসী।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত এই শীতের প্রকোপ অব্যাহত থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে তাপমাত্রা হ্রাস পাবে।

এদিকে ২১ তারিখের পর কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে চলতি মাসে রাজধানীতে শৈত্য প্রবাহের কোন সম্ভাবনা নেই। একইসাথে চলতি মাসের শেষের দিকে এক থেকে দুইটি শৈত প্রবাহ দেশের উত্তরাঞ্চল দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানায় আবহাওয়া অফিস। তবে শীতের প্রকোপ বাড়ায় ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের ভোগান্তি বাড়ছে।

Exit mobile version