Site icon Jamuna Television

মেয়াদোত্তীর্ণ প্রসাধনীতে ঝলসে গেছে গৃহবধূর মুখ, ৩ জনকে কারাদণ্ড ও জরিমানা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদরে এক বছর আগে মেয়াদ শেষ হওয়া প্রসাধনসামগ্রী দিয়ে রূপচর্চা করানোর অপরাধে তিন পার্লার কর্মীকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে, রোজ বিউটি পার্লারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা- পার্লারের মালিক নাসিমা আক্তার (৪০), পার্লার কর্মী সিমু (২২), সূচি (২০)।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান এ আদালত পরিচালনা করেন। এ সময় আদালত পরিচালনায় সহযোগীতা করেন সুধারাম থানার পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এক প্রবাসী স্ত্রী’র অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আজ সন্ধ্যায় এক প্রবাসীর স্ত্রী একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য সদরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রোজ বিউটি পার্লারে সাজতে গেলে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী দিয়ে তার রুপ চর্চা করা হয়। ওই সময় গৃহবধূ জানায় তার মুখ প্রচণ্ড জ্বলছে। তখন পার্লার কর্মীরা জানায় এটা তেমন কিছু না। পরে মেকআপ তুলে ফেললে দেখা যায় তার মুখ আগুনে পোড়ার মত ঝলসে যায়।

অভিযানের পাশাপাশি ক্রেতা ও গ্রাহকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন অভিযান পরিচালনাকারীরা।

Exit mobile version