Site icon Jamuna Television

যশোরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার:

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রমজান আলী (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার রাতে শহরের বেজপাড়া কবরস্থান রোডের পশ্চিম পাশে এ হত্যার ঘটনা ঘটে। নিহত রমজান বেজপাড়া তালতলা এলাকার ভাড়াটিয়া বাদশা মিয়ার ছেলে।

জামাল উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এ্যাডভোকেট শরীফুল আলম মিলনের সুপারি বাগানের মধ্যে দিয়ে রমজানকে ধাওয়া করে। এক পর্যায়ে তারা একই এলাকার বাসিন্দা ডলারের বাড়ির পিছনে আসার পর ওই যুবকের বুকে, পেটে এবং হাতে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই ওই যুবক মারা যায়।

এ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল গোলাম রব্বানী ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনাস্থলে যান। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, হত্যাকারীদের আটক ও কারণ উদঘাটনের জন্য চেষ্টা চলছে।

Exit mobile version