Site icon Jamuna Television

মধ্যরাতে ছিন্নমূল-শীতার্তদের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিরতণ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলা পুলিশ সুপার ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে মধ্যরাতে নোয়াখালীর বিভিন্ন স্থানের ছিন্নমূল-শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলার চৌমুহনী রেলওয়ে স্টেশন ও মাইজদী রেলওয়ে স্টেশন সহ শহরের বিভিন্ন স্থানের দুই শতাধিক ছিন্নমূল-শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন, পুনাক সভানেত্রী তানিয়া আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আব্দুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), শাহজাহান শেখসহ প্রমুখ।

Exit mobile version