Site icon Jamuna Television

সম্মেলন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

বাংলাদেশ আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন আজ শুরু হচ্ছে। সম্মলন উপলক্ষ্যে ঢাকা শহরসহ আশপাশের এলাকা হতে সোহরাওয়ার্দী উদ্যানে বাস, ট্রেন, লঞ্চযোগে নেতা কর্মীরা আসতে শুরু করেছে।

এই সম্মেলনের কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গাড়ি পার্কিংসহ বিভিন্ন নির্দেশনা দিয়েছে।

বিভিন্ন এলাকা হতে আগত গাড়ি সমূহের পার্কিং ব্যবস্থাঃ

ক) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগ সমূহের গাড়ি গাবতলী-টেকনিক্যাল-শ্যামলী-আসাদগেট-ধানমন্ডি ৩২-সাইন্সল্যাব-নিউমার্কেট-নীলক্ষেত-ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট হয়ে জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

খ) সদরঘাট, বরিশাল, খুলনা, বৃহত্তর ফরিদপুর হতে আগত গাড়ি জিরোপয়েন্ট হয়ে হাইকোর্ট ক্রসিং দিয়ে দোয়েল চত্ত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে যাবে।

গ) মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে চট্টগ্রাম, সিলেট বিভাগ হতে আগত গাড়ি নিমতলী ক্রসিং দিয়ে চাঁনখারপুল হয়ে দোয়েল চত্ত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

ঘ) ময়মনসিংহ বিভাগ গাজীপুর, টাঙ্গাইল, আব্দুল্লাহপুর এবং উত্তরা হতে আগত গাড়ি সমূহ মহাখালী ফ্লাইওভারের নীচ দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে রমনা থানা ক্রসিং-কাকরাইল চার্চ বামে মোড়-রাজমনি হয়ে নাইটিংগেল ডানে মোড় নিয়ে ইউবিএল ক্রসিং দিয়ে জিরোপয়েন্ট হয়ে হাইকোর্ট দোয়েল চত্ত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

গাড়ির ধরণ অনুযায়ী পার্কিং স্থানঃ

১। ভিআইপি গাড়ি পার্কিং সোহরাওয়ার্দী উদ্যান
২। পুলিশ গাড়ি, সাংবাদিকদের গাড়ি ও মটরসাইকেল রমনা ইউরো আসিয়ানো চাইনিজ রেঁস্তোরা
৩। সাংবাদিকদের গাড়ি, আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ি রমনা টেনিস কমপ্লেক্স
৪। বড় বাস জিমনেশিয়াম মাঠ ও নীলক্ষেত হয়ে পলাশী (পূর্ব প্রান্ত)
৫। ছোট, বড় গাড়ি মল চত্ত্বর
৬। বড় গাড়ি ভাস্কর্য ক্রসিং হয়ে ভিসির বাংলো
৭। ছোট গাড়ি সুগন্ধা ক্রসিং হতে বেইলি রোড।

যেখানে থাকবে ডাইভারশনঃ
১। বাংলা মটর ক্রসিং
২। রূপসী বাংলা ক্রসিং
৩। রাজমনি ক্রসিং
৪। মিন্টু রোড পূর্ব প্রান্ত ক্রসিং
৫। কাকরাইল চার্চ ক্রসিং
৬। মৎস্য ভবন ক্রসিং
৭। জগন্নাথ হল ক্রসিং
৮। শাহবাগ ক্রসিং
৯। ইউবিএল ক্রসিং
১০। কাঁটাবন ক্রসিং
১১। দোয়েল চত্ত্বর ক্রসিং
১২। সাইন্সল্যাব ক্রসিং।

তবে এই ডাইভারশন প্রয়োজন অনুযায়ী কার্যকর হবে।

যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে সেইসাথে সম্মানিত নাগরিকবৃন্দের যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটায় আন্তরিকভাবে সমানুভূতি প্রকাশ করছে।

Exit mobile version