Site icon Jamuna Television

রাজধানীতে জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা

রাজধানীতে জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা। সব বয়সের মানুষের জন্য নানা রকম শীতবস্ত্রের পসরা সাজিয়েছেন দোকানিরা। শীত বাড়তে থাকায়, বিভিন্ন ধরণের দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। অভিযোগ সুযোগ বুঝে, দাম বাড়িয়েছেন বিক্রেতারা।

স্থানীয়ভাবে তৈরি ও দেশের বাইরের থেকে আমদানি করা শীত পোশাক ঝুলিয়ে ও থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। খুচরা পর্যায়েও জমজমাট ব্যবসা। শীত বাড়ার সাথে সাথে বাড়ছে ব্যবসার পরিমান। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায়, অনেকে গ্রামের বাড়িতে বেড়াতে যাবার প্রস্তুতি নিচ্ছেন। এ জন্যে অনেকেই শীত বস্ত্র কিনছেন। কিন্ত দাম কিছুটা বাড়িয়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা।

তাদের দাবি, এবার অন্তত: ২০ শতাংশ দাম বাড়ানো হয়েছে। শীত বাড়ার অজুহাতে বাড়তি মুনাফা লুটে নিচ্ছেন ব্যবসায়ীরা।

Exit mobile version