Site icon Jamuna Television

এ কেমন শত্রুতা?

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বাড়ৈখালী গ্রামে এক কৃষকের প্রায় দুই শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী ওই কৃষক ইন্দুরকানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভূক্তভোগী পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া গ্রামের ইউনুস সরদার জানান, তার বাবা নূরুজ্জামান সরদার স্থানীয় আবুল কালাম নামের এক ব্যক্তির কাছ থেকে ৭ বছরের জন্য প্রায় ৪০ শতাংশ জমি লিজ নেন। এরপর থেকে তিনি সেখানে বিগত ৩ বছর ধরে কলা চাষ করছেন। হঠাৎ করেই বুধবার বিকেলে একই এলাকার নাসির আকন নামের এক ব্যক্তি তার বাগানের দুই শতাধিক কলা গাছ কেটে ফেলেন। কলাগাছ কাটার বিষয়ে জানতে গেলে তাদের সাথে খারাপ ব্যবহার করেন অভিযুক্ত নাসির বলে অভিযোগ করেন এই ভূক্তভোগী। কিছু দিনের মধ্যেই গাছগুলোতে কলা ধরত বলেও জানান এই কৃষক।

Exit mobile version