Site icon Jamuna Television

কুয়াকাটায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন আন্ধার মানিক নদীর মোহনার লেম্বুর চর এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে লাশটি দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদ‌ন্তের জন্য পটুয়াখালীর ২৫০ শয্যা‌বি‌শিস্ট হাসপাতা‌ল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।
মহিপুর থানার ওসি মোঃ সো‌হেল আহ‌মেদ জানান, লেম্বুর চরের ব্যবসায়ীরা তাকে জানিয়েছে লোকটি মানসিক ভারসাম্যহীন। গত কয়েকদিন যাবত সৈকতে ঘোরাফেরা করতে দেখেছেন তারা। তবে এখন পর্যন্ত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।

Exit mobile version