Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ নিয়ে নেতাকর্মীদের কাজ করার আহ্বান শেখ হাসিনার

আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা পাকিস্তান আমল থেকেই ছিল। কিন্তু জাতির পিতার হাতে গড়া বলে দলকে কেউ ধ্বংস করতে পারেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বারবার আঘাত আসা সত্ত্বেও বঙ্গবন্ধু তারঁ নীতি ও আদর্শ থেকে সরে দাঁড়াননি। একই নীতি ও আদর্শ নিয়ে নেতাকর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার বিকালে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে তিনি একথা বলেন।

এসময়, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে জানিয়ে দলের সভাপতি বলেন, দেশের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে সেই লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করে যেতে হবে।

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশে গ্রেনেড হামলা, বোমা হামলা গণহত্যাসহ বিভিন্ন তাণ্ডব চালিয়েছে। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। তৃণমূল থেকে উন্নয়নের লক্ষে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Exit mobile version