Site icon Jamuna Television

অমিত শাহর বাড়ির সামনে থেকে প্রণব মুখার্জির মেয়ে আটক

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারত যখন উত্তাল, তখন পুলিশের হাতে আটক হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি।

শুক্রবার দুপুরে রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বাড়ির সামনে থেকে দিল্লি পুলিশ শর্মিষ্ঠা মুখার্জিকে আটক করে।

শুক্রবার দুপুরে নাগরিকত্ব সংশোধন আইন পাসের বিরুদ্ধে দিল্লির মহিলা কংগ্রেসের নেতাকর্মীদের নিয়ে অমিত শাহর বাড়ির সামনে বিক্ষোভ করছিলেন শর্মিষ্ঠা মুখার্জি। এ সময় পুলিশ শর্মিষ্ঠা মুখার্জিসহ আরো ৫০ জন নারীকে আটক করে দিল্লি পুলিশ।

নিজের আটকের কথা টুইটারে নিজেই জানিয়েছেন শর্মিষ্ঠা মুখার্জি। তিনি টুইটে লেখেন, আমাদের আটক করে মন্দির মর্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে। শর্মিষ্ঠা দিল্লি কংগ্রেসের নারী ইউনিটের প্রধান।

নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় এখন পর্যন্ত পুলিশ দিল্লি, বেঙ্গালুরু এবং ভারতের বেশ কয়েকটি জায়গায় কয়েক শতাধিক মানুষকে আটক করেছে পুলিশ। বেশ কয়েকটি শহর ইন্টারনেট বন্ধ করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় কারফিউয়ের জারি করা হয়েছে।

Exit mobile version