Site icon Jamuna Television

আওয়ামী লীগের সম্মেলনে পিস্তলসহ গ্রেফতার ১

প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন।

শুক্রবার বিকাল ৩টা ৫ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন স্থলে উপস্থিত হয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে ও শান্তির পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন শেখ হাসিনা।

এর আগে তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই সারা দেশ থেকে নেতাকর্মীরা লাইনে দাঁড়িয়ে সমাবেশস্থলে প্রবেশ করে।

সম্মেলন চলাকালীন সমাবেশস্থলে প্রবেশের সময় পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পিস্তলসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।

গ্রেফতার ওই ব্যক্তির নাম নুরুল ইসলাম খান রাসেল (৪০) বলে জানা গেছে। সম্মেলনে যোগ দিতে টাঙ্গাইল থেকে এসেছেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা জানান, শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হওয়ার আধাঘণ্টা পর বিকাল পৌনে ৪টায় ওই ব্যক্তি উদ্যানে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় তল্লাশিতে পিস্তলসহ হাতেনাতে ধরা পড়েন তিনি।

সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীজুড়েই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বেলা ১১টা থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নেতাকর্মীরা উদ্যানের সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

এ বিষয়ে ডিএমপির সহকারী কমিশনার হাসিনুজ্জামান এক গণমাধ্যমকে বলেন, হ্যা, ঘটনাটি সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি কেন সম্মেলনে পিস্তল নিয়ে হাজির হয়েছেন তা জানতে বিষয়টি যাচাই করে দেখছি।

Exit mobile version