Site icon Jamuna Television

আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন, কাউন্সিল পর্ব শুরু হয়েছে। যোগ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হয় কাউন্সিল পর্বের আনুষ্ঠানিকতা। ঐতিহ্যবাহী দলটির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন, কাউন্সিলররা। এবার সম্মেলনে সারা দেশ থেকে আওয়ামী লীগের সাড়ে সাত হাজার কাউন্সিলর অংশ নিয়েছেন।আজকের অধিবেশনে কেবল তারাই উপস্থিত থাকবেন।

দলের নেতা-কর্মীদের নিশ্চিত বিশ্বাস, সভাপতি পদে শেখ হাসিনাই থাকবেন। তবে, সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসে কিনা-তা নিয়ে রয়েছে কৌতুহল। বিকেলে ঘোষণা হবে আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্বের নাম।

Exit mobile version