Site icon Jamuna Television

ক্ষমতায় এসেও আওয়ামী লীগ জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে: শেখ হাসিনা

জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে দলের নেতাকর্মীদের চলার নির্দেশনা দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনের সূচনা বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। একই সাথে আস্থা অর্জন করতে হবে দেশের মানুষের। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেও জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে।

সকাল সাড়ে দশটায়, ২১তম সম্মেলনের ২য় অধিবেশন উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী। সকাল থেকেই, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জড়ো হন দলের কাউন্সিলররা। ঐতিহ্যবাহী দলটির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন তারা। এবার সম্মেলনে সারা দেশ থেকে আওয়ামী লীগের সাড়ে সাত হাজার কাউন্সিলর অংশ নিয়েছেন। বিকেলে ঘোষণা হবে আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্বের নাম।

Exit mobile version