Site icon Jamuna Television

ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা পর শাহজালালে বিমান চলাচল স্বাভাবিক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে শনিবার ভোর ৪টার পর থেকে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছিল। পরে আবহাওয়া অনুকূল হওয়ায় সকাল ৯টার দিকে বিমান ওঠানামা স্বাভাবিক হয়।

শাহজালাল বিমানবন্দরের উপপরিচালক ও এয়ার স্টেশন ট্রাফিক অফিসার ওয়াহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়াহিদুর রহমান বলেন, ঘন কুয়াশায় ভিজিবিলিটি ৫০ থেকে ১০০ মিটারে নেমে আসায় ভোর সাড়ে ৪টার পর থেকে শাহজালালে কোনো বিমান অবতরণ করতে পারেনি। পরবর্তীতে আবহাওয়া অনুকূলে আসায় সকাল ৯টার কিছু আগে থেকে বিমান উঠানামা শুরু হয়।

তিনি আরও বলেন, ঘন কুয়াশার কারণে বাংলাদেশ বিমানের কুয়ালালামপুর থেকে ঢাকামুখী ফ্লাইট, দোহা ও ব্যাংকক থেকে আসা দুটি কার্গো ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। চীনের গুয়াংজু থেকে আসা ইউএস বাংলার অপর একটি ফ্লাইট মিয়ানমারের মান্দালয়ে অবতরণ করেছে। মোট চারটি ফ্লাইট কুয়াশার কারণে অবতরণে বিঘ্ন ঘটে।

Exit mobile version