Site icon Jamuna Television

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক হিসেবে টানা দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেয়েছেন ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনার পুনর্নির্বাচন নিশ্চিতই ছিল। কারণ দলটিতে শেখ হাসিনার কোনো বিক্ল্প এখনও তৈরি হয়নি বলে মনে করেন নেতাকর্মীরা। সাধারণ সম্পাদক পদটি নিয়েই ছিল যত আগ্রহ। একাধিক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিনিয়র কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় ছিল। যদিও ওবায়দুল কাদের পদে থেকে যাচ্ছেন, এ আলোচনাই ছিল জোরালো। শেষ পর্যন্ত সেটিই হয়েছে।

রেওয়াজ অনুযায়ী দলীয় সভাপতি শেখ হাসিনা আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করলে মঞ্চে আসে তিন সদস্যের নির্বাচন কমিশন। দলের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে এ কমিশনের অপর দুই সদস্য হলেন- উপদেষ্টা মসিউর রহমান ও সাইদুর রহমান। দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। তাতে সমর্থন দেন পীযূষ কান্তি ভট্টাচার্য্য। অন্য কোনো নামের প্রস্তাব না থাকায় ইউসুফ হোসেন হুমায়ুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শেখ হাসিনাকে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের সামনে সাধারণ সম্পাদক পদে এবারও ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান তাতে সমর্থন দেন।

এর আগে, সকাল ১০টার পর শেখ হাসিনা সম্মেলনের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন। এবার সম্মেলনে সারা দেশ থেকে আওয়ামী লীগের সাড়ে সাত হাজার কাউন্সিলর অংশ নিয়েছেন।

Exit mobile version