Site icon Jamuna Television

আওয়ামী লীগে কে কোন পদে?

আওয়ামী লীগের ২১-তম জাতীয় কাউন্সিল অধিবেশন শেষ হয়েছে। টানা নবমবারের মতো দলের সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছে ওবায়দুল কাদের। এছাড়াও শীর্ষ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল এসেছে।

যুগ্ম সাধারণ সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে প্রেসিডিয়াম সদস্য হয়েছেন জাহাঙ্গীর নানক ও আব্দুর রহমান। তাদের সাথে প্রেসিডিয়ামে যুক্ত হয়েছেন শাজাহান খানও। অন্যদিকে, আগে থেকেই যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকা মাহবুবুল আলম হানিফ ও ডা. দিপু মনির সাথে যুক্ত হয়েছে বাহাউদ্দিন নাসিম ও ড. হাছান মাহমুদ।

দপ্তর সম্পাদক থেকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে আব্দুস সোবহান গোলাপকে। উপদপ্তর সম্পাদক থেকে দপ্তর সম্পাদকে পদোন্নতি পেয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সাংঠনিক সম্পাদক পদে বহাল আছেন আহমদ হোসেন ও বিএম মোজাম্মেল হক। তাদের সাথে নতুন করে সংযুক্ত হয়েছেন মির্জা আজম। তিনি আগে কার্যনির্বাহী সদস্য ছিলেন। প্রথমবারের মতো কমিটিতে অন্তর্ভুক্ত হয়েই আইন সম্পাদকের পদ পেলেন কাজী নজিবুল্লাহ হিরু।

Exit mobile version